
চীনে স্বয়ংক্রিয় প্রযুক্তি বদলে দিচ্ছে রেশমচাষ
চীনের ছোংছিং শহরের ইয়োংছুয়ান জেলায় আধুনিক প্রযুক্তিনির্ভর একটি রেশমচাষ কেন্দ্র গড়ে উঠেছে। প্রাচীন এই শিল্পকে রীতিমতো বদলে দিয়েছে এই প্রযুক্তি। স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহারে ‘সিয়ানলং বেইজ’ নামের এই খামারে এখন শতভাগ জীবাণুমুক্ত পরিবেশে রেশমগুটির চাষ হচ্ছে, যা থেকে উৎপাদিত রেশম আরও মানসম্পন্ন, বেড়েছে উৎপাদনের পরিমাণও।
সাউথওয়েস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক শেন কুয়ানওয়াং জানান, ‘স্বয়ংক্রিয় ব্যবস্থায় গুটি পোকাগুলোকে আরও পরিষ্কার ও নিয়ন্ত্রিত পরিবেশে লালন করা যাচ্ছে। যার কারণে রেশম তৈরি হচ্ছে খুবই উন্নতমানের।’
৪ হাজার বর্গমিটারের এই খামারে বছরে ২ কোটি ইউয়ান মূল্যের রেশম উৎপাদন হচ্ছে, যা প্রথাগত পদ্ধতির চেয়ে ২০ গুণ বেশি।
খামারে থাকা কৃত্রিম কক্ষগুলোর তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণে থাকে। রোবটচালিত যান ও ফিডারগুলো স্বয়ংক্রিয়ভাবে গুটিপোকাদের খাবার পরিবেশন করে। আবার প...