
যুক্তরাষ্ট্রের সাথে উচ্চপর্যায়ের আর্থ-বাণিজ্য বৈঠক প্রসঙ্গে চীনা মুখপাত্রের জবাব
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আজ (বুধবার) জানিয়েছেন যে, মার্কিন নতুন সরকার শপথগ্রহণের পর ধারাবাহিক বিশৃঙ্খল ও যুক্তিহীন একতরফা শুল্ক আরোপ ব্যবস্থা নিয়েছে, যা গুরুতরভাবে চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক সম্পর্কের ক্ষতি করেছে এবং আন্তর্জাতিক আর্থ-বাণিজ্য শৃঙ্খলা লঙ্ঘন করেছে, যা বৈশ্বিক অর্থনীতির পুনরুদ্ধার ও প্রবৃদ্ধিতে কঠোর চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। নিজের বৈধ অধিকার রক্ষায় চীন দৃঢ়ভাবে পাল্টা ব্যবস্থা নিয়েছে।
সম্প্রতি মার্কিন কর্তৃপক্ষ শুল্ক ব্যবস্থার সমন্বয় নিয়ে অব্যাহতভাবে মন্তব্য করেছে এবং বিভিন্ন পদ্ধতিতে চীনের কাছে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে। মার্কিন পক্ষের তথ্য বিশ্লেষণ করে বৈশ্বিক আকাঙ্খা, চীনের স্বার্থ, মার্কিন শিল্প ও ভোক্তাদের আহ্বান বিবেচনা করে ওয়াশিংটনের সাথে যোগাযোগের সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। এ পরিপ্রেক্ষিতে, চীনের উপপ্রধানমন্ত্রী হ্য লি ফেং প্রতিনিধি দলের নেতা হিসে...