
গাজার জনগণের জন্য ‘মানবিক শহর’ বানাবে ইসরায়েল
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ ঘোষণা দিয়েছেন, গাজার পুরো জনগণকে দক্ষিণের রাফাহ শহরের ধ্বংসস্তূপের ওপর গড়ে তোলা একটি ‘মানবিক শহরে’ স্থানান্তরের জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত এই তথ্য নিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বুধবার (৯ জুলাই) একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিরক্ষামন্ত্রী কাটজ জানিয়েছেন, পরিকল্পনার প্রথম ধাপে গাজার আল-মাওয়াসি এলাকা থেকে বিতাড়িত প্রায় ৬ লাখ ফিলিস্তিনিকে ওই নতুন শিবিরে রাখা হবে। আর পরবর্তী সময় ধাপে ধাপে গাজার প্রায় ২১ লাখ মানুষকেই সেখানে স্থানান্তর করা হবে।
এই স্থানান্তর প্রক্রিয়ার বিস্তারিত ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, শিবিরে প্রবেশের আগে প্রত্যেক ফিলিস্তিনিকে স্ক্যানিংয়ের মধ্য দিয়ে যেতে হবে, যাতে নিশ্চিত হওয়া যায় যে তারা কেউ হামাসের সদস্য নয়। স্ক্যান পাস করলেই কেবল ...