
কাশ্মীর ইস্যুতে উত্তেজনায় ভারত-পাকিস্তান, পাকিস্তানের পাশে ওআইসি
কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় শুরু থেকেই পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। যদিও ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করায় দক্ষিণ এশিয়ায় উত্তেজনা দিন দিন বাড়ছে।সীমান্তে প্রতিদিনই গোলাগুলির ঘটনা ঘটছে, পাল্টাপাল্টি হুমকি, সেনা মোতায়েন এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষায় দুই দেশের মধ্যে যুদ্ধের শঙ্কা জোরালো হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে মুসলিম বিশ্বের ৫৭টি দেশ নিয়ে গঠিত সংস্থা ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন)।
তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল জানিয়েছে, ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওআইসি। তারা বলেছে, ভারতের ভিত্তিহীন অভিযোগ দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা হুমকি আরও বাড়াচ্ছে। সংস্থাটির মতে, এ ...