Tuesday, May 6
Shadow

Tag: ব্রিটেন

চেনা-অচেনা রানি

চেনা-অচেনা রানি

বিনোদন
রানি এলিজাবেথের রাজত্বকালে এ পর্যন্ত ১০ জন হয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। বাকিংহাম প্যালেসে রানির দেওয়া প্রটিতে এ পর্যন্ত অংশ নিয়েছে প্রায় ১১ লাখ মানুষ। ব্যক্তিগত পার্টিতে প্রায় উপস্থিত থাকেন ছয় থেকে আট জন। পরিবেশন করেন দুইজন খাস চাকর। এ পর্যন্ত রানি আনুষ্ঠানিক সফর করেছেন ১২৯ টি দেশ। ১৫ বার গিয়েছেন অস্ট্রেলিয়া, কানাডা ২৩ বার, নিউজিল্যান্ড ১০ বার। উপহার হিসেবে অনেক কিছুর পাশাপাশি রানি পেয়েছেন জিবন্ত প্রাণীও। ব্রাজিল থেকে পেয়েছেন জাগুয়ার, স্লথ। কানাডা থেকে পেয়েছেন বিভার। এছাড়া উপহার পেয়েছেন ডিম, আপেল এবং সাত কেজি চিংড়ি। তিনি এপর্যন্ত পাঠিয়েছেন ৩৭ হাজার ৫০০ টি ক্রিসমাস কার্ড। এপর্যন্ত প্রায় এক লাখ টেলিগ্রাম পাঠিয়েছেন ব্রিটেন ও কমনওয়েলথভুক্ত দেশে। তিনিই ব্রিটেনের প্রথম রানি, যিনি টিউবলাইট লাগাতে পারেন।    তিনি জীবনে প্রথম ই-মেইল পাঠান ১৯৭৬ সালে, সেনাবাহ...