
লন্ডনে ব্রিটিশ রাজা ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা বৈঠক
যুক্তরাজ্য সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার লন্ডনে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, “আজ সকাল ১১টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা ও ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়, যা ছিল পুরোপুরি ব্যক্তিগত।”
বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া এবং সরকার গৃহীত সংস্কার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টা তার সরকারের নেওয়া সংস্কারমূলক পদক্ষেপ সম্পর্কে রাজা চার্লসকে অবহিত করেন এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা মতবিনিময় করেন।”
তিনি আরও জানান, প্রায় ৩০ মিনিটব্যাপী এ বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক। দ...