Thursday, July 17
Shadow

Tag: বিতর্কিত মানচিত্র

আসাম মুখ্যমন্ত্রীর হুমকিঃ বাংলাদেশেরও আছে ‘দুটি চিকেন নেক’

আসাম মুখ্যমন্ত্রীর হুমকিঃ বাংলাদেশেরও আছে ‘দুটি চিকেন নেক’

জাতীয়
ভারতের ‘চিকেন নেক’ করিডোর নিয়ে মন্তব্যের জবাবে এবার বাংলাদেশকে হুঁশিয়ারি দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্বশর্মা। তিনি দাবি করেছেন, বাংলাদেশেরও দুটি ভৌগোলিকভাবে সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে, যেগুলো ভারতের মতোই স্পর্শকাতর। রোববার নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে হিমন্ত বিশ্বশর্মা বাংলাদেশের একটি মানচিত্র শেয়ার করেন, যেখানে রংপুর বিভাগকে মূল ভূখণ্ড থেকে আলাদা করে দেখানো হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম করিডোর নামক আরও একটি অঞ্চল আলাদাভাবে চিহ্নিত করা হয়। এই মানচিত্র প্রকাশ করে তিনি বলেন, “ভারতের চিকেন নেক নিয়ে যারা স্বভাবসিদ্ধভাবে হুমকি দেয়, তাদের জানা উচিত—বাংলাদেশেরও দুটি ‘চিকেন নেক’ রয়েছে। যা আরও বেশি ঝুঁকিপূর্ণ।” ভারতের জাতীয় প্রচারমাধ্যম এনডিটিভি এ খবর প্রকাশ করে। প্রতিবেদনের শিরোনাম ছিল, “Assam’s Himanta Sharma Shares Bangladesh’s Map With ‘Two C...