
পাঠচক্র নয়, যেন চিন্তার উন্মুক্ত উৎসব
লেখার পেছনে চিন্তার প্রয়োজন।আর সে চিন্তা তৈরি হয় পাঠ আর আলোচনার ভেতর দিয়ে। ঠিক এমনই এক চিন্তার জায়গা তৈরি হয়েছিল ঢাকা কলেজে অনুষ্ঠিত এক বিশেষ পাঠচক্রে। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখার আয়োজনে প্রতিমাসের মতো জুন মাসেও এক বিশেষ পাঠচক্রের আয়োজন হয়। যেখানে একঝাঁক তরুণের সমন্বয়ে মাঠটি জ্ঞানচর্চার মুক্তমঞ্চে পরিণত হয়। উন্মুক্ততা ও বিষয়বস্তুর আলোচনার বৈচিত্র্যের কারণে পাঠচক্রটি বিশেষত্ব লাভ করেছিলো।
পাঠচক্রের সূচনা হয় সমসাময়িক বিশ্ব রাজনীতি নিয়ে আলোচনা দিয়ে।গভীর মনোযোগ দিয়ে তুলে ধরা হয় বিভিন্ন দেশের রাজনৈতিক টানাপোড়েন, বিশেষত ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত নিয়ে নিজস্ব বিশ্লেষণ।বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এর প্রভাব, গণতন্ত্রের ভবিষ্যৎ এবং তরুণদের করণীয় নিয়েও চলে প্রাণবন্ত সংলাপ।
এরপর অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব।যেখানে অংশগ্রহণকারী সবাই একে অন্যকে প্রশ্ন ...