
খুলনায় জোড়াগেট পশুর হাটের শুরু ১ জুন, পৃথক স্বাস্থ্যকেন্দ্রে মানুষ-পশুর চিকিৎসা
খুলনা: খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত নগরীর জোড়াগেটে কোরবানির পশুর হাটের উদ্বোধন হবে আগামী ১ জুন। সোমবার (১৯ মে) বেলা সাড়ে ১১টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে পশুর হাট পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পশুর হাট পরিচালনা কমিটির আহবায়ক ও কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান।সভায় ক্রেতা-বিক্রেতাদের খরতাপ ও বৃষ্টি থেকে রক্ষা পেতে একাধিক শেড স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, জাল টাকা সনাক্তকরণের সুবিধা, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, স্বাস্থ্যকর টয়লেট স্থাপন, হাটে আগত ক্রেতা-বিক্রেতা ও পশুর চিকিৎসার জন্য পৃথক স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, অবৈধ পশুর হাট উচ্ছেদে কার্যকর ব্যবস্থা গ্রহণ, হাটের পরিবেশ পরিচ্ছন্ন রাখাসহ ঈদের দিন পশুবর্জ্য দ্রুত অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।এছাড়া প্রশাসনের সহায়তায় ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা ...