Thursday, May 22
Shadow

খুলনায় জোড়াগেট পশুর হাটের শুরু ১ জুন, পৃথক স্বাস্থ্যকেন্দ্রে মানুষ-পশুর চিকিৎসা


খুলনা: খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত নগরীর জোড়াগেটে কোরবানির পশুর হাটের উদ্বোধন হবে আগামী ১ জুন। সোমবার (১৯ মে) বেলা সাড়ে ১১টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে পশুর হাট পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পশুর হাট পরিচালনা কমিটির আহবায়ক ও কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান।

সভায় ক্রেতা-বিক্রেতাদের খরতাপ ও বৃষ্টি থেকে রক্ষা পেতে একাধিক শেড স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, জাল টাকা সনাক্তকরণের সুবিধা, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, স্বাস্থ্যকর টয়লেট স্থাপন, হাটে আগত ক্রেতা-বিক্রেতা ও পশুর চিকিৎসার জন্য পৃথক স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, অবৈধ পশুর হাট উচ্ছেদে কার্যকর ব্যবস্থা গ্রহণ, হাটের পরিবেশ পরিচ্ছন্ন রাখাসহ ঈদের দিন পশুবর্জ্য দ্রুত অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া প্রশাসনের সহায়তায় ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপনসহ ড্রোন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক হাটের তদারকিসহ পুলিশ কন্ট্রোল রুম স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, র‌্যাব-৬ এর ডিএডি মোহাম্মদ নজরুল ইসলাম, ওয়েস্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর নির্বাহী প্রকৌশলী এইচ এম ফরহাদ হোসেন, জেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা ডা. সুমনা তানজুম পায়েল, খুলনা প্রেস ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, খুলনা ওয়াসার সহকারী প্রকৌশলী শেখ মারুফুল হক, সদর থানা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: তরিকুল ইসলাম, কেসিসি’র নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান, প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমান হাফিজ, কালেক্টর অব ট্যাক্সেস মো: আব্দুল মাজেদ মোল্যা, ভেটেরিনারী সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, বাজার সুপার শেখ শফিকুল হাসান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, আইসিটি ম্যানেজার শেখ হাসান হাসিবুল হক, সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম, স্টোর সুপার উজ্জ্বল কুমার সাহা, নিরাপত্তা সুপার আলমগীর কবির বিশ্বাসসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *