
হিসাব বিজ্ঞানের হাতেখড়ি
মোঃ জামাল হোসেন
ন্যাশনাল গার্লস মাদ্রাসা, ফেনী।
জে এস সি শেষ করে যারা নবম শ্রেণিতে হিসাব বিজ্ঞান পরিবারে পদার্পণ করবে বলে মনস্থির করেছ তাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের লেখা তোমাদের জন্য। হিসাব শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। শিক্ষা থাক বা না থাক সবাই একটু না একটু হিসাব করতে পারে। তাহলে হিসাব বিজ্ঞান কী? হিসাব বিজ্ঞান হল “ব্যবসায়ের একটি ভাষা” যার মাধ্যমে কোন ব্যক্তি তার প্রতিষ্ঠানের সকল আর্থিক লেনদেন হিসাবের বইতে সঠিক ভাবে লিখে রাখতে পারে এবং ঐ তথ্য থেকে নির্দিস্ট সময় শেষে আর্থিক লেনদেনের ফলাফল জানতে পারে।
আজ নতুন ছাত্র-ছাত্রীদের হিসাব বিজ্ঞানে হাতেখড়ি দেয়ার জন্য মূল বিষয় সহজ ও ছোট করে তুলে ধরব। আশা করি এতে উপকৃত হবে ইনশাআল্লাহ্।
একজন কবি যেমন নদী নিয়ে কবিতা লিখার সময় কল্পনায় সে ঐ নদীর পাড়ে চলে যায় বা মনের চোখ দিয়ে সে নদীর মনোরম দৃশ্য দেখতে পায় তে...