মান্দা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ঘিরে উৎসাহ-উদ্দীপনা
নওগাঁ প্রতিনিধিঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গতি ফিরছে নওগাঁর মান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে। বহু কাক্সিক্ষত পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ঘোষণা করা হয়েছে ‘দ্বিবার্ষিক কাউন্সিল ২০২৫’-এর তফসিল।দলটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে অবশেষে এই কাউন্সিলের দিনক্ষণ ঠিক করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ জুলাই (শুক্রবার) মান্দা উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে ঘোষিত হয়েছে দ্বিবার্ষিক কাউন্সিল-২০২৫। কাউন্সিলকে ঘিরে ইতোমধ্যে নির্ধারিত হয়েছে মনোনয়ন ও নির্বাচনের সময়সূচি। ৮ ও ৯ জুলাই দুপুর ১টা পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে। ৮ জুলাই সকাল থেকেই প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। ৯ জুলাই মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর ১০ জুলাই প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ করা হবে।দ্বিবার্ষিক কাউন্সিল উপলক্ষে ম...