
গৌতম কুমার মহন্ত, নওগাঁ: নওগাঁয় বজ্রপাতে কৃষক ও খামারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৫ মে সোমবার দুপুরে আড়াই টার দিকে জেলার মহাদেবপুর ও পত্নীতলা উপজেলায় কাল বৈশাখী ঝড়সহ বৃষ্টি শুরু হয়।সেই সঙ্গে বজ্রপাতের ঘটনাও ঘটে।এ বজ্রপাতের ঘটনায় মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের কুড়াইল গ্রামের মাঠে ধান কাটার সময় কৃষক মোঃ হারুন (৪০) এর মর্মান্তিক মৃত্যু হয়।হারুন ওই ইউনিয়নের কুড়াইল গ্রামের আবুল কালাম আজাদের পুত্র। প্রায় একই সময় জেলার পত্নীতলা উপজেলার সদর ইউনিয়নের হাড়পুর গ্রামের মোঃ নাহামীর(১৪) নামে এক কিশোর তার খামারের হাঁসের পরিচর্যা করার সময় সেখানে বজ্রপাত ঘটে। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। সে ওই গ্রামের শরিফুল ইসলামের পুত্র। তবে খোঁজ নিয়ে জানা গেছে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে মাঠে বোরোধানের তেমন ক্ষয়ক্ষতি না হলে ওই দুই উপজেলার বেশ কিছু গাছপালা এবং ঘর বাড়ির টিনের চালা উড়ে গেছে