
আজ আন্তর্জাতিক দমকলকর্মী দিবস: আগুনের বিরুদ্ধে লড়াইয়ে প্রাণ উৎসর্গকারীদের স্মরণে বিশ্বজুড়ে শ্রদ্ধা
বিশ্বব্যাপী আজ ৪ মে পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক দমকলকর্মী দিবস’ বা International Firefighters’ Day (IFFD)। জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানো ও দুর্যোগে উদ্ধার তৎপরতায় অংশগ্রহণকারী সাহসী দমকলকর্মীদের সম্মান জানাতেই এই দিনটি উদযাপিত হয়।
১৯৯৯ সালের ৪ মে প্রথমবারের মতো পালিত হয় আন্তর্জাতিক দমকলকর্মী দিবস। এর পেছনে প্রেক্ষাপট ছিল ১৯৯৮ সালের ২ ডিসেম্বর, অস্ট্রেলিয়ার লিংটন শহরের ভিক্টোরিয়া অঞ্চলে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা। দাবানল নেভাতে গিয়ে পাঁচ দমকলকর্মী—গ্যারি ভেডিভেলট, স্টুয়ার্ট ডেভিডশন, ক্রিস ইভান, জেসন থমাস ও ম্যাথিউ আর্মস্ট্রং—জীবন হারান। সেই ঘটনার পরপরই জে. জে. এডমনসন নামের এক ব্যক্তি বিশ্বের বিভিন্ন দেশে ইমেইলের মাধ্যমে একটি আবেদন জানান আন্তর্জাতিকভাবে দিনটি পালনের জন্য।
এই দিবসের অন্যতম প্রতীক হলো ‘লাল-নীল ফিতে’, যার লাল রং আগুন এবং নীল রং পানি ও জরুরি সেবা প্রতিনিধিত্ব করে...