
জাপানের জনসংখ্যা সংকট যা ভবিষ্যতের পথে এক কঠিন বাস্তবতা
জাপান, পূর্ব এশিয়ার অন্যতম উন্নত দেশ, একসময় ছিল প্রযুক্তি আর শিল্পখাতে বিশ্বের অগ্রগামী শক্তি। কিন্তু বর্তমান সময়ে দেশটি ভয়াবহ জনসংখ্যা সংকটের মুখোমুখি। কম জন্মহার এবং দীর্ঘায়ুর ফলে বৃদ্ধ জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি জাপানের অর্থনীতি ও সমাজব্যবস্থায় মারাত্মক প্রভাব পড়ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে জাপানের এক-তৃতীয়াংশ জনগণ হবে ৬৫ বছরের বেশি বয়সী। এই প্রবণতা শুধু অর্থনৈতিক নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও গভীর সংকটের ইঙ্গিত দেয়। এটি জাপানের জন্য সত্যি একটি বড় কঠিন বাস্তবতা।
জনসংখ্যা কমার কারণ কী?
জাপানে জন্মহার কমে যাওয়ার মূল কারণগুলো বেশ স্পষ্ট। দেশটির তরুণ প্রজন্ম ক্যারিয়ার গড়ে তোলার দিকে বেশি মনোযোগী। উচ্চশিক্ষা গ্রহণ, চাকরি নিশ্চিতকরণ এবং স্থিতিশীল ক্যারিয়ার গড়ার আগে অধিকাংশ তরুণ-তরুণী বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান না। এছাড়া, সন্তানের লালন-পালনের খরচ ...