Friday, May 23
Shadow

Tag: চীনের নতুন ড্রোন

টানা ১২ ঘণ্টারও বেশি উড়তে সক্ষম চীনের নতুন ড্রোন

টানা ১২ ঘণ্টারও বেশি উড়তে সক্ষম চীনের নতুন ড্রোন

বিদেশের খবর
নিজস্ব প্রযুক্তিতে তৈরি চীনের অত্যাধুনিক মাল্টিফাংশনাল মানববিহীন আকাশযান (ইউএভি) ‘জেট্যাঙ্ক ০৪’ চলতি বছরের জুনের শেষ দিকে প্রথম উড্ডয়ন মিশন পরিচালনা করবে।২০২৪ সালে ১৫তম চীন আন্তর্জাতিক বিমান চলাচল ও মহাকাশ প্রদর্শনীতে প্রথমবার জনসম্মুখে আনার পর থেকেই জেট্যাঙ্ক ইউএভি আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।এই অত্যাধুনিক ইউএভিটির দৈর্ঘ্য ১৬.৩৫ মিটার এবং এর ডানার বিস্তার ২৫ মিটার। জেট্যাঙ্কের সর্বোচ্চ টেকঅফ ওজন ১৬ টন, যেখানে এটি সর্বোচ্চ ৬ টন পর্যন্ত পেলোড বহন করতে সক্ষম। পাওয়ার সিস্টেম হিসেবে টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করার কারণে এই ড্রোনটি সর্বোচ্চ ১৫ হাজার মিটার উচ্চতায় উড়তে এবং ঘন্টায় ৭০০ কিলোমিটারের সর্বোচ্চ গতিতে পৌঁছাতে সক্ষম।জেট্যাঙ্ক ইউএভির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর অসাধারণ সহনশীলতা। এটি একনাগাড়ে ৭ হাজার কিলোমিটার পর্যন্ত উড়তে পারে এবং একটানা ১২ ঘণ্টারও বেশি সম...