
শেরপুরে প্রথমবারের মতো চিয়া সিড চাষ করে সফল তরুণ উদ্যোক্তা শিমুল
বিদেশি সুপারফুড এখন দেশের মাঠে, কৃষিতে সম্ভাবনার নতুন দিগন্ত
শেরপুর প্রতিনিধি:শেরপুরে প্রথমবারের মতো উচ্চমূল্যের বিদেশি সুপারফুড চিয়া সিড চাষ করে সফলতা পেয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা শিমুল মিয়া। মাত্র ৫ হাজার টাকা খরচ করে ৫০ শতক জমিতে পরীক্ষামূলক চাষ করে তিনি এখন লক্ষাধিক টাকার আশাবাদী। তার এই উদ্যোগ স্থানীয় কৃষকদের আগ্রহী করে তুলেছে এবং চিয়া সিডকে শেরপুরের সম্ভাবনাময় অর্থকরী ফসলে পরিণত করছে।
শিমুল মিয়া জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদী গ্রামের মৃত মোজাফফর আলী ও মোছা. ছানোয়ারা বেগমের জ্যেষ্ঠ পুত্র। ২০১৩ সালে ইমামবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৫ সালে শেরপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। বর্তমানে শিমুল ওই কলেজেই ইংরেজি বিভাগে সম্মান শ্রেণিতে পড়াশোনা করছেন। পড়ালেখার পাশাপাশি শখের বশে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ঔষধি ও নতুন ধরনের ফসলের চাষ করে আসছেন।
...