Friday, April 4
Shadow

Tag: খেলা

সাকার গোলে আর্সেনালের জয়

সাকার গোলে আর্সেনালের জয়

খেলা
ফুটবলের খবর ইংলিশ প্রিমিয়ার লিগইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল ২-১ গোলের জয় পেলেও ০-১ গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড,আর্সেনাল ফুলহামের সাথে মেরিনো এবং সাকার গোলে ম্যাচের ৭৩ মিনিটের সময় ২-০ গোলে এগিয়ে যায়, শেষদিকে ফুলহামের হয়ে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড মুনিজ একটি গোল করলেও সেটি ফুলহামের পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না,৩০ ম্যাচ শেষে আর্সেনাল ৬১ পয়েন্ট দ্বিতীয় স্থানে অবস্থান করছে, সমান ম্যাচে ফুলহামের পয়েন্ট ৪৫, এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে লিভারপুল,এদিকে ম্যানচেস্টার ইউনাইটেড তাদেরই সাবেক প্লেয়ার এলেঙ্গার দেয়া একমাত্র গোলে নটিংহাম ফরেস্টের কাছে পরাজয় বরণ করেছে৩০ ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৩৭, সমান ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের পয়েন্ট ৫৭ তারা টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে...