
‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’
শাহ আলম জাহাঙ্গীর, কুমিল্লা : ‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ -এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার হোমনা উপজেলা
প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে
এক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতর্ক অনুষ্ঠিত হয়।
‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’ বিষয়ের পক্ষে বিপক্ষে বিতার্কিকদের সাবলীল যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি শেষ হয়। হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয়, কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় এতে অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন দলের দলনেতা আদিবা শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা ফলাফল ঘোষণা করেন। মডারেটর ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. রাশেদুল ইসলাম। বিচারকার্য পরিচালনা করেছেন হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, মো. জহিরুল ইসলাম ও মো. আলী নেওয়াজ।
উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শরাফ উদ্দিন মানিক, শিক্ষক আবুল বাসার প্রমুখ।