Thursday, May 8
Shadow

Tag: ইরান

বিশ্বের ১১০ দেশে হালাল খাদ্য রপ্তানি করছে ইরান

বিশ্বের ১১০ দেশে হালাল খাদ্য রপ্তানি করছে ইরান

বিদেশের খবর
তেহরান, ২৯ এপ্রিল: বিশ্বের ১১০টি দেশে হালাল খাদ্যপণ্য রপ্তানি করছে ইরান। দেশটির মান নিয়ন্ত্রণ ও বিপণন গবেষণা বিভাগের পরিচালক কিওমারস ইয়াগময়ী জানিয়েছেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, উপসাগরীয় অঞ্চল ও উত্তর আফ্রিকার দেশগুলোতে এসব পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। ‘ইরনা’ বার্তা সংস্থার প্রতিবেদনে জানানো হয়, ইয়াগময়ী তেহরানে আইএমএনএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “ইরাক, তুরস্ক, ইউএই, আফগানিস্তান, রাশিয়া ও ইউরোপের কিছু দেশে রপ্তানির মাধ্যমে ইরান ওই অঞ্চলের বাজারে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে।” তিনি জানান, অতীতে খাদ্যপণ্যের পাচার রপ্তানিতে প্রতিবন্ধকতা তৈরি করলেও তদারকি ও স্থানীয় উৎপাদন জোরদার করায় ইরানি ব্র্যান্ডের চাহিদা বেড়েছে। তবে নতুন বাজারে প্রবেশে চ্যালেঞ্জ রয়ে গেছে, যেমন—মানের ভিন্নতা, প্রতিযোগিতা এবং পর্যাপ্ত বাজার গবেষণার অভাব। ইয়াগময়ী আরও বলেন, “সাংহাই সহযোগিতা সংস্থা, ই...