
দিনাজপুর বোঁচাগঞ্জের সাধক চন্দ্র রায় হত্যার আসামী গ্রেপ্তার
মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে সাধক চন্দ্র রায় হত্যা রহস্য উদঘাটনসহ জড়িত প্রতিবেশী বন্ধ মোনাদ্বীপ রায়কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে স্হানীয় থানা পুলিশ। সেই সাথে আলামতও উদ্ধার করতে পেরেছে তারা।
গ্রেপ্তার মনোদ্বীপ রায়(২০) বোচাগঞ্জের ২ নম্বর ঈশানিয়া ইউনিয়নের রনটি গ্রামের তপন কুমার রায়ের ছেলে।
জানা গেছে, একই গ্রামের প্রতিবেশী ক্ষুদ্র ঔষধ ব্যবসায়ী সাধন চন্দ্র রায়ে কাছে ১ হাজার টাকা লাভের বিনিময়ে এক মাসের জন্য ১০ হাজার টাকা কর্জ নিয়েছিল প্রতিবেশী বন্ধু মোনাদ্বীপ রায়। কিন্তু কর্জের গোপন বিষয়টি অভিভাবককে জানিয়ে দেওয়ার ক্ষোভে ফুসছিলো মনোদ্বীপ। পরিকল্পনা অনুযায়ী গত ২৫ জুন রাতে সাধককে মোবাইল ফোনে স্হানীয় বেদাহার এলাকায় উৎপল রায় বুলু চেয়াম্যানের মাছ চাষের পুকুর পাড়ে ডেকে নেয় মনোদ্বীপ রায়। বাক বিতন্ডার এক পর্য্যায়ে বাঁশের লাঠি দিয়ে স...