
তীব্র আবাসন সংকটে জবির বেশীরভাগ শিক্ষার্থী
রোকুনুজ্জামান গোলাম রাব্বী, জবি : ঢাকার মতো একটি জনবহুল শহরের জীবন ব্যয় মেটাতে হিমশিম খায় দেশের অধিকাংশ মানুষ। সেখানে বিশ্ববিদ্যালয়ের পড়াশুনার পাশাপাশি এই ব্যয় মেটাতে হতাশা ও দুশ্চিন্তায় নিমজ্জিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী। কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছেলেদের জন্য কোনো হল নেই এবং মেয়েদের জন্য আছে মাত্র একটি হল যা শিক্ষার্থী সংখ্যার তুলনায় অতি নগণ্য।
১৯৭৫ সালে স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রাম চালু করে এবং ২০০৫ সালের ২০ই অক্টোবর বাংলাদেশের জাতীয় সংসদে "জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫" পাশের মাধ্যমে জগন্নাথ কলেজ একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসাবে অনুমোদিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন ক্ষেত্রে অনন্য সাধারণ ধারাবাহিক অর্জনের কৃতিত্ব রেখে যাচ্ছে দেশের অন্যতম সেরা এই প্রতিষ্ঠানটি। কিন্তু বাংলাদেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যা...