
আবহাওয়ার কারণে কলকাতার বদলে আইপিএল ফাইনাল আহমেদাবাদে
চলতি আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ফাইনাল ম্যাচ আর অনুষ্ঠিত হচ্ছে না কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে। আবহাওয়ার অনিশ্চয়তা এবং সম্ভাব্য ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় ফাইনালের ভেন্যু সরিয়ে নেওয়া হয়েছে গুজরাটের আহমেদাবাদে অবস্থিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। একই সঙ্গে কোয়ালিফায়ার-২ ম্যাচটিও অনুষ্ঠিত হবে এই মাঠেই।
মঙ্গলবার (২০ মে) ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই একাধিক বৈঠক শেষে এই সিদ্ধান্ত গ্রহণ করে। বোর্ড জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনার কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে, যাতে করে ম্যাচগুলো নির্বিঘ্নে আয়োজন করা যায়।
সংশোধিত সূচি অনুযায়ী:
কোয়ালিফায়ার-১ ও এলিমিনেটর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ২৯ ও ৩০ মে, নিউ চণ্ডীগড়ের মুল্লানপুরে।
কোয়ালিফায়ার-২ ও ফাইনাল ম্যাচ দুটি আয়োজিত হবে ১ ও ২ জুন, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
প্রথমে প্লে-অফের প্রথম দুটি ম্যাচ আয়োজনের কথা ছ...