
অভ্যুত্থানের পর সংস্কারের অপেক্ষায় বাংলাদেশ
অভ্যুত্থানের নয় মাস পেরিয়ে গেলেও বাংলাদেশ এখনও কাঙ্ক্ষিত রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের কাছাকাছি পৌঁছাতে পারেনি। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংস্কার প্রক্রিয়া শুরু হলেও নানাবিধ জটিলতা ও মতবিরোধের কারণে সেই অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। নির্বাচন, বিচারব্যবস্থা এবং সংবিধান সংস্কারের জন্য গঠিত একাধিক কমিশন কাজ চালিয়ে গেলেও জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা এখনও দুষ্কর হয়ে আছে।
শেখ হাসিনার শাসনামলের নিপীড়ন ও দমন-পীড়নের পুনরাবৃত্তি রোধ করতে রাজনৈতিক বিভাজন ভুলে সব দলের পক্ষ থেকেই গণতান্ত্রিক সংস্কারের দাবি ক্রমশ জোরালো হয়ে উঠছে। তবে বাস্তবতায়, অভ্যুত্থানের নয় মাস পরও কাঙ্ক্ষিত পরিবর্তন অধরাই রয়ে গেছে। সম্প্রতি বৃটেনের প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট এক প্রতিবেদনে উল্লেখ করেছে, রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া শুরু হলেও কাঙ্ক্ষিত সফলতা এখনও দৃশ্যমান নয়।
২০২৪ ...