
সাবেক এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম, কুমিল্লা: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মো. তাজুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত ৮-এর বিচারক ফারহানা সুলতানা এ আদেশ দেন।
ওইদিন বিকেলে কুমিল্লা জেলা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ও বাদীপক্ষের আইনজীবী কাইমুল হক রিংকু গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির আহমেদ বাদি হয়ে চাঁদা দাবি, সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ, হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে গত বছরের ২৭ আগস্ট ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞতানামা ৮০ থেকে ৯০ জনকে বিবাদী করে কুমিল্লার আদালতে মামলাটি দায়ের করেন। ওই মামলায় সাবেক মন্ত্রী মো. তাজুল ইসলামকে হুকুমের ...