
বকশীগঞ্জের জিয়া পরিবারের ছবি অবমাননাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
মোয়াজ্জেম হোসেন হিলারী, বকশীগঞ্জ : গত ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ শাহাদাত বার্ষিকী উদযাপনের দিনে জিয়া পরিবার ছবি ও ব্যানার অবমাননা কে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে বকশীগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।
গত ৩০ মে (শুক্রবার) রাতে বকশীগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলন তার ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বলেন তাকে পরিকল্পিতভাবে আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্মানহানিকর কুরুচিপূর্ণ ভিডিও বক্তব্যে অপপ্রচার করা হচ্ছে।
এ সময় তিনি আরও বলেন যে ছবিগুলোর জন্য আমার বিরুদ্ধে বিপ্লব সওদাগর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বক্তব্য দিয়েছেন সেই ছবিগুলো অক্ষত অবস্থায় টেবিলের উপর রাখা ছিল। যার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন।
আমি দীর্ঘ আট ...