
মরিচ ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা
সজীব হাসান, আদমদীঘি, বগুড়া : তীব্র গরমে ও রোদ উপেক্ষা করে সদ্য লাগানো মরিচের গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বগুড়ার আদমদীঘি উপজেলার মরিচ চাষীরা। এবছর আলুর দরপতনে কৃষকদের ব্যাপক লোকসানের কারণে আগামীতে কাঁচা মরিচেও অনুরপ লোকসানে যায় কিনা এ নিয়ে আতংকে দিন কাটাচ্ছেন মরিচ চাষিরা।
তাদের স্বাবলম্বি করতে আসন্ন কাঁচা মরিচের দরপতন রোধে পদক্ষেপ নিতে সরকারের নিকট জোর দাবি জানিয়েছেন চাষিরা। জানা যায়, বগুড়া জেলার আদমদীঘি উপজেলা একটি বিখ্যাত মরিচ চাষের এলাকা। এখনকার উৎপাদিত মরিচ দেশের বিভিন্ন জেলার চাহিদা মেটায়। গত মৌসুমে কৃষকরা কাঁচা মরিচ চাষ করে লাভবান হয়। চলতি বছর কৃষকের আলু চাষ করে বাম্পার ফলন পেলেও আলুর দর পতনে তারা ব্যাপক হারে লোকসানের কবলে পড়ে।
আগামীতে আলুর মত কাঁচা মরিচেও দরপতন হওয়ার আতংকে ভুগছেন তারা। কিছু কিছু কৃষক মরিচেও লোকসান হবে বলে এই আতংকে মরিচ চাষ কমিয়ে দিয়েছ...