
শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের পর হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়া
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাটারা এলাকায় এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রোববার (১৯ মে) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটকে দেয়। পরবর্তীতে তাঁকে ভাটারা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার সকালে আদালতে তোলা হবে নুসরাত ফারিয়াকে। রিমান্ড চাওয়া হবে কি না—এই প্রশ্নে তিনি মন্তব্য করতে রাজি হননি। তবে থানার এক সূত্র বলেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা ইতোমধ্যেই রিমান্ড আবেদন তৈরির কাজ করছেন।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল সাংবাদিকদের বলেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলন দমন ও হত্যাচেষ্টার পেছনে অর্থ জোগান দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্...