Sunday, May 18
Shadow

পাইকগাছায় নাশকতা মামলার দুই আসামি গ্রেফতার

মণ্ডল, পাইকগাছা : পাইকগাছায় বিশেষ অভিযানে নাশকতা সহ ও নিয়মিত মামলার (পরোয়ানা) দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে দেলুটি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আলোকদ্বীপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাইকগাছা থানার ৬ নম্বর নাশকতা  মামলার তদন্তে প্রাপ্ত আসামি সুকৃতি মোহন সরকার (৫৯) কে গ্রেফতার করা হয়। পরে একই রাতে সিআর ১৪৩২/২৪ এর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামি রাড়ুলী ইউনিয়নের ম‌ইনুদ্দিন গাজীর ছেলে মো. রাজ গাজীকে খুলনা জেলা পুলিশ সুপারের  নির্দেশনায় পাইকগাছা সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিসুর রহমানের নেতৃত্বে দুই আসামিকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে গ্রেফতার ব্যক্তিদের পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *