Thursday, April 3
Shadow

কোপা ডেলরের ফাইনালে রিয়াল মাদ্রিদ

কোপা দেলরের সেমিফাইনালের দ্বিতীয় লেগে নাটকীয় এক ম্যাচে রিয়াল মাদ্রিদ ৪-৪ গোল’এ রিয়াল সোসিয়েদাদের সাথে ড্র করে ফাইনালে পৌঁছে গেল। নির্ধারিত সময়ে সেসিয়েদাদ ৩-৪ গোল’এ এগিয়ে থাকে। কিন্তু প্রথম লেগে ১-০ গোল’এ পিছিয়ে থাকায় সেসিয়েদাদের ফাইনালে যাওয়ার জন্য তা যথেষ্ট ছিল না। খেলা অতিরিক্ত সময়ে গড়ালে, ১১৫ মিনিটে রুডিগার গোল করে মাদ্রিদের ফাইনাল নিশ্চিত করে। এছাড়া এন্ড্রিক, বেলিংহাম ও চুয়েমেনি মাদ্রিদের হয়ে একটি করে গোল করে। আগামী কালকের অ্যাথলেটিকো মাদ্রিদ বনাম বার্সেলোনার মধ্যকার ম্যাচের জয়ী দল আগামী ২৬ শে এপ্রিল রিয়াল মাদ্রিদের সাথে ফাইনালে মুখোমুখি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *