
সাইফুল ইসলাম, নোয়াখালী বেগমগঞ্জ : সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্ডেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সুযোগ দিয়ে বৈষম্য নয় সাম্য প্রতিষ্ঠা চেয়েছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বেগমগঞ্জ শাখার সভাপতি মোঃ মহসিন।
তিনি বৃহস্পতিবার সকালে বেগমগঞ্জের চৌমুহনী পূর্ব বাজার কাচারিবাড়ি মসজিদের সামনে
জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা বৈষম্য নয়, সাম্য চাই এ ব্যানারে আয়োজিত মানববন্ধনে
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অন্তর্ভুক্ত করার দাবিতে দেশব্যাপী মানববন্ধন সাথে বেগমগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন উদ্যোগে মানববন্ধনে এ আহবান করেন।
বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণে
বেগমগঞ্জ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন এর সভাপতি মোঃ মহসিনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে তিনি আরো বলেন,
বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেও সরকার প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডার গার্ডেন ও বেসরকারি বিদ্যালয়ের মধ্যে পার্থক্য রেখে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে বৈষম্য রেখে প্রজ্ঞাপন জারির বিরুদ্ধে আজকের এই মানববন্ধন আমরা এই মানববন্ধন এর মাধ্যমে জানাতে চাই প্রাথমিক বিদ্যালয় ও কেন্দ্র গার্ডেন সবাই সরকারী বইয়ের উপরে পড়াশোনা করে। এবং সরকারী নীতিমালা ফলো করে সিক্স-সেভেনে ভর্তি হয়। তাহলে এই প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে বৈষম্য হবে কেন? আজকের মানববন্ধনে মাধ্যমে আমরা সরকার জানাতে চাই আমাদেরকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দিয়ে মেধা যাচাই করার সুযোগ দিবেন।
সংগঠনের উপদেষ্টা অরবিন্দ পালের সঞ্চালনায়,
সেক্রেটারি মোঃ তৌহিদুল ইসলাম সার্বিক নির্দেশনায় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন,
দারুল ইসলাম মডেল একাডেমীর পরিচালনা পরিষদের সভাপতি নাসিমুল গনি চৌধুরী মহল।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক গোপালকৃষ্ণ দাস, শিক্ষা বিষয়ক সম্পাদক পারভেজ নূর, সদস্য মানু সাহা সহ
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।