
প্রয়োজনীয় সংস্কারের মধ্যেই নির্বাচনের কাজে মনোযোগ দিতে হবে ; আবদুল মান্নান
সাইফুল ইসলাম, নোয়াখালী বেগমগঞ্জ : প্রয়োজনীয় সংস্কারের মধ্যেই নির্বাচনের কাজে মনোযোগ দিতে হবে, জনগনের প্রত্যাশিত নির্বাচন যথাসময়ে দিয়ে দেশকে এগিয়ে নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানান সৌদি আরব বিএনপির পশ্চিমাঞ্চল সভাপতি ও নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের বিএনপির থেকে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল মান্নান।
তিনি আজ দুপুরে সোনাইমুড়ী অম্বরনগর নিজ বাড়িতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের সময় সাংবাদিকদের এই কথা বলেন।
স্থানীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি আগামীতে জাতীয়তাবাদী শক্তি সবাই হাতে-হাত কাঁধে-কাধ মিলিয়ে কাজ করার সহযোগিতা চান।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে অমনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ ছাড়াও আরো উপস্থিত ছিলেন অম্বরনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল্লাহ মাসুদ।
...