Friday, July 25
Shadow

কোরিয়ার ভিসা কিভাবে পাবেন: লিংক সহ জেনে নিন

বাংলাদেশিদের অন্যতম পছন্দের দেশ দক্ষিণ কোরিয়ার। কিন্তু অনেকে অসাধু ট্রাভেল আজেন্সির খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছেন। তবে যদি সঠিক ভাবে অনলাইনে অথেনটিক পোর্টালে আবেদন করতে পারেন তবে এই সকল হয়রানি থেকে বেচে যেতে পারেন।

যে পোর্টালে আবেদন করবেন:  দক্ষিণ কোরিয়ার সরকারিভাবে পরিচালিত H‑2 Work & Visit ভিসা লটারির আবেদন ও ফলাফল চেক করার অফিসিয়াল পাতা-
visaforkorea-ph.com+1immigration.go.kr+1overseas.mofa.go.kr+4visa.go.kr+4visa.go.kr+4

পোর্টালটি ব্যবহার কিভাবে করবেন?

  1. লিংকে ক্লিক করে Korean Visa Portal-এ প্রবেশ করুন।
  2. ‘Visa Lottery’—> ‘Work & Visit Visa Lottery’ অপশনে শিফটে যান।
  3. এখানে আপনি আবেদন ফর্ম, প্রয়োজনীয় তথ্য ও ফলাফল চেক পদ্ধতি পাবেন।

নোট: এই লটারায় কেবল কোরিয়ান-চাইনিজ (H‑2) আবেদনকারীরা অংশ নিতে পারবেন, সাধারণ বিদেশীরা নয়।

বাংলাদেশিরা যে ভাবে অংশ নিতে পারেন:

১. রেজিস্ট্রেশন ও শর্তাবলী:

  • বাংলাদেশিসহ বিদেশিরা সরাসরি আবেদন করতে পারবেন না। তবে H‑2‑5 কোড (Work & Visit lottery) থাকা আবেদনকারীরাই নির্বাচনযোগ্য।
  • মূলত যারা অকিয়াউলযোগ্য H‑2‑1 বা H‑2‑2 ভিসার অধিকারী, তাদের মধ্যে থাকা কেউ আবেদন করতে পারেন।

২. হালনাগাদ তথ্য:

  • নির্দিষ্ট সময়সীমা ও প্রয়োজনীয় তথ্য পাওয়া যায় কোরিয়ার ভিসা পোর্টালে।
  • আবেদন শুরুর তারিখ ও বিস্তারিত নিয়ম জানার জন্য উপরের অফিসিয়াল লিংকে গিয়ে দেখা যাক।

৩. বাংলাদেশ থেকে আবেদন:

  • আবেদন অবশ্যই ওই পোর্টাল থেকেই অনলাইনে করতে হবে।
  • বাংলাদেশে চায়, তবে প্রয়োজনে দূতাবাসের মাধ্যমে বা তাদের নির্দেশ অনুসরণ করেও কাজ করা যেতে পারে।

ভিসা আবেদন ও ফলাফল এর জন্য ভিজিট করতে পারেন: visa.go.kr – এ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *