Site icon আজকের কাগজ

কোরিয়ার ভিসা কিভাবে পাবেন: লিংক সহ জেনে নিন

কোরিয়ার ভিসা

বাংলাদেশিদের অন্যতম পছন্দের দেশ দক্ষিণ কোরিয়ার। কিন্তু অনেকে অসাধু ট্রাভেল আজেন্সির খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছেন। তবে যদি সঠিক ভাবে অনলাইনে অথেনটিক পোর্টালে আবেদন করতে পারেন তবে এই সকল হয়রানি থেকে বেচে যেতে পারেন।

যে পোর্টালে আবেদন করবেন:  দক্ষিণ কোরিয়ার সরকারিভাবে পরিচালিত H‑2 Work & Visit ভিসা লটারির আবেদন ও ফলাফল চেক করার অফিসিয়াল পাতা-
visaforkorea-ph.com+1immigration.go.kr+1overseas.mofa.go.kr+4visa.go.kr+4visa.go.kr+4

পোর্টালটি ব্যবহার কিভাবে করবেন?

  1. লিংকে ক্লিক করে Korean Visa Portal-এ প্রবেশ করুন।
  2. ‘Visa Lottery’—> ‘Work & Visit Visa Lottery’ অপশনে শিফটে যান।
  3. এখানে আপনি আবেদন ফর্ম, প্রয়োজনীয় তথ্য ও ফলাফল চেক পদ্ধতি পাবেন।

নোট: এই লটারায় কেবল কোরিয়ান-চাইনিজ (H‑2) আবেদনকারীরা অংশ নিতে পারবেন, সাধারণ বিদেশীরা নয়।

বাংলাদেশিরা যে ভাবে অংশ নিতে পারেন:

১. রেজিস্ট্রেশন ও শর্তাবলী:

২. হালনাগাদ তথ্য:

৩. বাংলাদেশ থেকে আবেদন:

ভিসা আবেদন ও ফলাফল এর জন্য ভিজিট করতে পারেন: visa.go.kr – এ

Exit mobile version