Wednesday, July 23
Shadow

বিমান বিধ্বস্তের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে

বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন কলেজের অসংখ্য নিহত ও আহত হওয়ার ঘটনায় উদ্বেগ – জাতীয় তাফসীর পরিষদ বাংলাদেশ

আজ সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন কলেজ ভবনের ওপরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অনেক শিশু নিহত ও আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মহাসচিব হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, যুগ্ম মহাসচিব শায়খুল হাদীস ও প্রিন্সিপাল মুফতি বাকি বিল্লাহ।

আজ সোমবার এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্কুলের ওপরে বিমান বিধ্বস্ত হওয়ার ভয়াবহতা ও অসংখ্য শিশুরপ্রাণ ঝড়ে যাওয়ার কল্পনা করে আমরা উৎকণ্ঠিত ও উদ্বিগ্ন। আহতদের দ্রুত সুচিকিৎসার আওতায় নিয়ে আসা এবং আটকে পড়াদেরকে দ্রুত উদ্ধার সকলের কাম্য। আশা ও দোয়া করি যাতে ক্ষয়-ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায়।

নেতৃবৃন্দ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের জন্য মাগফিরাত কামনা এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। সেইসাথে এই দুর্ঘটনার কারণ তদন্ত করারও দাবি রাখে। এটা নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে কোন দুরভিসন্ধি আছে তা খতিয়ে দেখা প্রয়োজন। বিমান বিধ্বস্তের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *