
বিমান বিধ্বস্তের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে
বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন কলেজের অসংখ্য নিহত ও আহত হওয়ার ঘটনায় উদ্বেগ - জাতীয় তাফসীর পরিষদ বাংলাদেশ
আজ সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন কলেজ ভবনের ওপরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অনেক শিশু নিহত ও আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মহাসচিব হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, যুগ্ম মহাসচিব শায়খুল হাদীস ও প্রিন্সিপাল মুফতি বাকি বিল্লাহ।
আজ সোমবার এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্কুলের ওপরে বিমান বিধ্বস্ত হওয়ার ভয়াবহতা ও অসংখ্য শিশুরপ্রাণ ঝড়ে যাওয়ার কল্পনা করে আমরা উৎকণ্ঠিত ও উদ্বিগ্ন। আহতদের দ্রুত সুচিকিৎসার আওতায় নিয়ে আসা এবং আটকে পড়াদেরকে দ্রুত উদ্ধার সকলের কাম্য। আশা ও দোয়া করি যাতে ক্ষয়-ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায়।
নেতৃবৃন্দ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের ...