
উত্তরার যুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের কয়েকজন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ও অনেকের আহত হওয়ার ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করেছে সিলেট জেলা বিএনপি।
মঙ্গলবার (২২ জুলাই) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, “যদি কারিগরি ত্রুটি, অনুপযুক্ত বিমান রক্ষণাবেক্ষণ কিংবা নীতিগত অবহেলায় এই দুর্ঘটনা ঘটে থাকে, তবে তার পূর্ণ দায় রাষ্ট্রকেই নিতে হবে। এ ধরনের শোকাবহ দুর্ঘটনা বারবার ঘটছে—যা প্রমাণ ক...