Monday, July 21
Shadow

জনগণের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছাতে যশোরে চালু হলো অনলাইন জিডি

জেমস আব্দুর রহিম রানা, যশোর: থানায় দালাল বা হয়রানির ভয় আর নয়, এখন থেকে যশোরবাসী ঘরে বসেই করতে পারবেন সাধারণ ডায়েরি (জিডি)। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে  রোববার (২০ জুলাই) দিবাগত রাত ১২টা ১ মিনিটে কোতোয়ালি থানায় এই অনলাইন জিডি সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার (এসপি) রওনক জাহান। ফিতে কেটে উদ্বোধন শেষে পুলিশ সুপার নিজে উপস্থিত থেকে এক নারীর অনলাইন জিডির মাধ্যমে কার্যক্রমের শুভ সূচনা করেন।

এসময় তিনি বলেন, অনেক সময় থানায় জিডি করতে এসে সাধারণ মানুষ দালালের খপ্পরে পড়েন বা নানা রকম হয়রানির শিকার হন। সেই যুগের অবসান হয়েছে। এখন থেকে ঘরে বসেই অনলাইনে ৩২টি বিষয়ের ওপর জিডি করা যাবে। এটি সময়, অর্থ এবং ভোগান্তি সবকিছুই কমাবে। সেইসাথে পুলিশের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে।

এসপি রওনক জাহান জানান, যারা অনলাইনে জিডি করতে পারবেন না, তাঁদের জন্য থানায় আলাদা সহায়তা বুথ চালু রাখা হয়েছে। কেউ চাইলে সেখানে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সহযোগিতায় অনলাইন জিডি করতে পারবেন। এই সেবার আওতায় একযোগে খুলনা ও বরিশাল রেঞ্জের সকল থানাতেও একইসঙ্গে অনলাইন জিডি চালু হয়েছে বলে জানান তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহসান হাবীব, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত, তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর কাজী বাবুলসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *