
জনগণের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছাতে যশোরে চালু হলো অনলাইন জিডি
জেমস আব্দুর রহিম রানা, যশোর: থানায় দালাল বা হয়রানির ভয় আর নয়, এখন থেকে যশোরবাসী ঘরে বসেই করতে পারবেন সাধারণ ডায়েরি (জিডি)। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে রোববার (২০ জুলাই) দিবাগত রাত ১২টা ১ মিনিটে কোতোয়ালি থানায় এই অনলাইন জিডি সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার (এসপি) রওনক জাহান। ফিতে কেটে উদ্বোধন শেষে পুলিশ সুপার নিজে উপস্থিত থেকে এক নারীর অনলাইন জিডির মাধ্যমে কার্যক্রমের শুভ সূচনা করেন।
এসময় তিনি বলেন, অনেক সময় থানায় জিডি করতে এসে সাধারণ মানুষ দালালের খপ্পরে পড়েন বা নানা রকম হয়রানির শিকার হন। সেই যুগের অবসান হয়েছে। এখন থেকে ঘরে বসেই অনলাইনে ৩২টি বিষয়ের ওপর জিডি করা যাবে। এটি সময়, অর্থ এবং ভোগান্তি সবকিছুই কমাবে। সেইসাথে পুলিশের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে।
এসপি রওনক জাহান জানান, যারা অনলাইনে জিডি করতে পারবেন না, তাঁদের জন্য থানায় আলাদা সহায়তা ব...