
মোঃ আল শাহারিয়া সুইট, ডিআইইউ : নানান আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ক্রিকেট খেলা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে জয় লাভ করে বিভাগের ১৯তম ব্যাচ।
শনিবার (১২ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন এবং ফাইনাল ম্যাচ উপভোগ করতে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বাবার আহমেদ ও এ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোছাঃ শামীমসহ্ বিভাগের অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
প্রতিদ্বন্দ্বী দলকে হারিয়ে ফাইনালে উঠে আসে ১৫ ব্যাচ ও ১৯তম ব্যাচ। কঠোর পরিশ্রম, দলীয় সংহতি ও অভিজ্ঞতার আলোকে ফাইনাল ম্যাচে তারা জয় অর্জন করে ১৯ তম ব্যাচ।
শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজন জুড়ে ছিল শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্য ও উৎসাহ।