
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : জুলাই-আগস্ট ২০২৪ এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী মান্দা উপজেলা কশব ইউনিয়ন কশব ভোলাগাড়ী গ্রামের শহীদ মোঃ রাসেল রানার পরিবারের সঙ্গে মতবিনিময়, কবর জিয়ারত, নগদ আর্থিক অনুদান ও দুটি ছাগল প্রদান করেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক এম.এ মতীন। । বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এসব প্রদান করেন তিনি। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাসব্যাপী বৃক্ষরোপন,বনজ ও ফলজ গাছের চারা রোপন ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। গত মঙ্গলবার বিকেলে নওগাঁর মান্দা উপজেলার ১৩ নং কশব ইউনিয়ন বিএনপির উদ্যোগে ভোলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এসময় মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান এ.কে এম নাজমুল হক নাজু,যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন টুকু, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ,সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড.কুমার বিশ্বজিৎ সরকার ,উপজেলা স্বেচ্চাসেবক দলের আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামশুল ইসলাম বাদল,উপজেলা যুবদলের আহবায়ক নূরুল ইসলাম,যুগ্ম আহবায়ক সাদেকুল ইসলাম, জুয়েল রানা,এ্যাড. মিজানুর রহমান ও সিদ্দিক হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আল আমিন ইসলাম ফেন্সি, কশব ইউনিয়ন বিএনপির সভাপতি হাসেম আলী সরদার,সাধারণ সম্পাদক লিয়াকত আলী মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, কশব ইউ’পি যুবদলের সভাপতি মাহফুজুর রহমান উজ্জ্বল এবং ছাত্রদল নেতা নাহিদ হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।