Monday, July 14
Shadow

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার৬৭.০৩ শতাংশ

মাসুদুর রহমান, দিনাজপুর : দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৬৭.০৩ শতাংশ।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মীর সাজ্জাদ আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চলতি বছর বোর্ডের অধীনে ১ লাখ ৮৫ হাজার ৬৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ২২ হাজার ১৪৬ জন। বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৬২ জন।

এছাড়া ছাত্রীদের ফলাফল এবারও ছেলেদের চেয়ে ভালো হয়েছে। ছাত্রীদের পাসের হার ৬৯.৭৮ শতাংশ, আর ছেলেদের ৬৪.৩৮ শতাংশ।

রংপুর বিভাগের আটটি জেলার ২৭৮২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশ নেয়। পরীক্ষা গ্রহণ করা হয় ২৮০টি কেন্দ্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *