
মাত্র ৪১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন আফগানিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার বিসমিল্লা জান শিনওয়ারি। দুই দিন আগে তাঁর মৃত্যু হয়। জানা গেছে, ওজন কমানোর জন্য অস্ত্রোপচারের পথে গিয়ে বিপদের মুখে পড়েন তিনি। অস্ত্রোপচারের পর শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়লে তা ভয়াবহ রূপ নেয়। শেষ পর্যন্ত সেই জটিলতা থেকেই তার মৃত্যু হয়।
শিনওয়ারির ওজন অনেক বেড়ে গিয়েছিল। চিকিৎসকদের পরামর্শে তিনি পাকিস্তানে এক ধরণের বারিয়াট্রিক (ওজন নিয়ন্ত্রণমূলক) অস্ত্রোপচারের জন্য যান। কিন্তু অপারেশনের পরপরই তাঁর শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। তবে চিকিৎসকদের সব চেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি—শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো যায়নি।
বিসমিল্লা জান শিনওয়ারি ২০১৭ সালে আন্তর্জাতিক অঙ্গনে আম্পায়ার হিসেবে অভিষেক ঘটান। এরপর তিনি ২৫টি ওয়ানডে এবং ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেন। তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আম্পায়ার প্যানেলের একজন সক্রিয় সদস্য ছিলেন।
শিনওয়ারির মৃত্যুতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় বোর্ড জানায়, “শিনওয়ারি আফগান ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ ও অভিজ্ঞ আম্পায়ার ছিলেন। তার মৃত্যু আফগান ক্রিকেটের জন্য এক অপূরণীয় ক্ষতি। আফগান ক্রিকেটে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
এদিকে শিনওয়ারির অকালমৃত্যুতে শোক প্রকাশ করেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহও। এক বিবৃতিতে তিনি বলেন, “শিনওয়ারি ছিলেন একজন দক্ষ, পেশাদার ও সম্মানিত আম্পায়ার। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সামনে আরও অনেক বছর কাজ করার সুযোগ ছিল। তাঁর এমন অকালপ্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক ও হতাশাজনক। আমরা তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই।”