
বলিউড সুপারস্টার সালমান খান—বয়স বাড়লেও বিয়ে নিয়ে তাঁর অবস্থান বরাবরই ছিল ধোঁয়াশার। কখনো রসিকতা, কখনো খোলাখুলি অনীহা, আবার কখনো ভক্তদের মুখে হাসি ফোটানো একরাশ আশা। কিন্তু এরইমধ্যে সালমানের একটি আবেগঘন পোস্ট ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। অনেকেই প্রশ্ন তুলেছেন—তবে কি নিজের জন্য অবশেষে জীবনসঙ্গী খুঁজে পেলেন ভাইজান?
গত বুধবার ছিল সালমানের ভগ্নিপতি ও প্রযোজক অতুল অগ্নিহোত্রীর জন্মদিন। তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে সালমান খান নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক আবেগঘন বার্তা পোস্ট করেন। তিনি একটি ছবি শেয়ার করেন, যেখানে তাঁর বোন আলভিরা ও অতুল অগ্নিহোত্রী একসঙ্গে রয়েছেন। ছবির ক্যাপশনে সালমান লেখেন—
“শুভ জন্মদিন অতুল। আমার বিল (ব্রাদার-ইন-ল)। তুমি আমার বোনকে খুব যত্নে রেখেছ। তুমি একজন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা। তোমাকে অনেকটা ভালোবাসা।”
তবে আসল আলোচনার সূত্রপাত হয় সালমানের পোস্টের শেষ লাইনটি ঘিরে। সেখানে তিনি লেখেন—
“আমিও একদিন সব ভূমিকায় তোমার মতো একজন শ্রেষ্ঠ হয়ে উঠব।”
এই লাইনটিই অনুরাগীদের মনে নতুন জল্পনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, সালমান হয়তো এবার বিয়ের দিকে এগোচ্ছেন। তার এই বার্তা যেন পরোক্ষভাবে জানিয়ে দিল—তিনি একদিন হবেন একজন স্বামী, এমনকি বাবা-ও।
তবে সালমান খানকে ঘিরে এই গুঞ্জন নতুন নয়। বলিউডের সবচেয়ে ‘এলিজেবল ব্যাচেলর’ হিসেবে পরিচিত এই অভিনেতা বিয়ের বিষয়ে বরাবরই ছিলেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এক পুরনো সাক্ষাৎকারে সালমান স্পষ্টভাবে বলেছিলেন—
“এখনকার দিনে খুব সহজেই বিয়ে ভেঙে যায়। ধুমধাম করে বিয়ে হয়, কিছুদিন পরই বিচ্ছেদ। তারপর দিতে হয় মোটা অঙ্কের ক্ষতিপূরণ ও সম্পত্তির ভাগ। এতদিন পর এসব সামলানো আমার পক্ষে মুশকিল।”
তবে সালমানের সাম্প্রতিক এই আবেগঘন পোস্টে ভক্তদের মনে আবার জেগে উঠেছে আশা ও কৌতূহল—ভবিষ্যতে হয়তো দেখা যাবে এক নতুন সালমান খানকে, যিনি শুধু পর্দায় নন, বাস্তব জীবনেও হবেন একজন আদর্শ স্বামী ও পিতা।