
চীনের প্রেসিডেন্ট সি চিনপিং তরুণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন—তারা যেন জাতির মেরুদণ্ড হয়ে ওঠে, জাতীয় সমৃদ্ধিতে অবদান রাখে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।
প্রেসিডেন্ট সি সোমবার উত্তর চীনের শানসি প্রদেশের ইয়াংছুয়ান শহরে সফরকালে এই বক্তব্য দেন। তিনি সেখানে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের সময় ১৯৪০ সালের হান্ড্রেড-রেজিমেন্ট অভিযানের স্মৃতিতে নির্মিত স্মারক হল পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় সি হান্ড্রেড-রেজিমেন্ট অভিযানে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীনা সেনাবাহিনী ও জনগণের সাহসী লড়াইয়ের ইতিহাস পর্যালোচনা করেন। একই সঙ্গে, স্থানীয়ভাবে বিপ্লবী ইতিহাস শিক্ষার প্রচার এবং আগ্রাসনবিরোধী মহান চেতনা ছড়িয়ে দেওয়ার উদ্যোগগুলো সম্পর্কেও খোঁজ নেন।
সি বলেন, ‘আমি হান্ড্রেড-রেজিমেন্ট অভিযানের ইতিহাসের সঙ্গে ভালোভাবেই পরিচিত। প্রদর্শনী দেখে আবারও গভীরভাবে অনুপ্রাণিত হয়েছি। ইতিহাস, যদি ভুলে না যাই, তাহলে তা ভবিষ্যতের জন্য পথপ্রদর্শক হতে পারে।’
উল্লেখ্য, হান্ড্রেড-রেজিমেন্ট অভিযান ছিল চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে অষ্টম রুট সেনাবাহিনীর এক সাহসী এবং নজিরবিহীন পাল্টা আক্রমণ। এই অভিযান কেবল শত্রুদের অগ্রযাত্রা থামিয়ে দেয়নি, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কঠিন সময়ে চীনের জাতীয় মনোবলও শক্তিশালী করেছিল।
সূত্র: সিএমজি