Wednesday, July 16
Shadow

ব্রিকস দেশগুলোর বৈশ্বিক প্রশাসন সংস্কারের অগ্রগামী শক্তিতে পরিণত হওয়া উচিত: লি ছিয়াং

ব্রাজিলের রিও ডি জেনিরোতে রোববার ব্রিকস দেশগুলোর নেতৃবন্দদের ১৭তম বৈঠকের প্রথম পর্যায়ের অধিবেশনে ‘শান্তি ও নিরাপত্তা, বৈশ্বিক প্রশাসন সংস্কার’ নিয়ে ভাষণ দিয়েছেন চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং।

তিনি জোর দিয়ে বলেছেন, ব্রিকস দেশগুলোকে ‘গ্লোবাল সাউথ’-এর প্রথম জোট হওয়া উচিত, যেটি স্বাধীন ও স্বতন্ত্রে বৈশ্বিক প্রশাসন সংস্কারের অগ্রগামী শক্তিতে পরিণত হবে।

চীনা প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের ওপর নজর রেখে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং সহনশীলতায় সভ্যতার বিনিময় ও পরস্পরের কাছ থেকে শেখা উচিত।

বৈঠকে, ব্রিকস দেশগুলোর নেতারা বলেছেন, চলমান অস্থিতিশীল বৈশ্বিক পরিস্থিতিতে একতরফাবাদ আর সংরক্ষণবাদ ব্যাপক উত্থান ঘটেছে। তাই ব্রিকস দেশগুলোর উচিত ঐক্যবদ্ধ হয়ে জাতিসংঘের সনদ সমুন্নত রাখা, বহুপক্ষবাদ সংরক্ষণ করে অভিন্ন উন্নয়ন, বৈশ্বিক প্রশাসন, বিশ্বের দীর্ঘস্থায়ী শান্তি ও সমৃদ্ধির বাস্তবায়নে আরো বেশি অবদান রাখা।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *