
সম্প্রতি ‘পরিবেশগত সভ্যতা বিষয়ক সি চিন পিংয়ের নির্বাচিত রচনা’-এর প্রথম খণ্ড চীনজুড়ে প্রকাশিত হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে, কমরেড সি চিন পিং-কেন্দ্রিক সিপিসি কেন্দ্রীয় কমিটি চীনা জাতির টেকসই উন্নয়নকে সামনে রেখে পরিবেশগত সভ্যতা নির্মাণের ওপর গুরুত্ব দিয়ে আসছে। এই সভ্যতার উদ্ভাবনকে এগিয়ে নিতে ধারাবাহিক নতুন ভাবনা, ধারণা ও কৌশল উত্থাপন করা হয়েছে।
প্রকাশিত বইটির প্রথম খণ্ডে ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত, পরিবেশগত সভ্যতা নির্মাণ বিষয়ে কমরেড সি চিন পিংয়ের মোট ৭৯টি বক্তব্য ও দিকনির্দেশনা অন্তর্ভুক্ত হয়েছে, যার কিছু অংশ প্রথমবারের মতো প্রকাশিত হলো।
এটি সমগ্র পার্টি এবং জাতির সকল জনগণের জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। ‘স্বচ্ছ জল ও সবুজ পর্বতই প্রকৃত সম্পদ’—এই দর্শনকে কাজে লাগানো এবং ‘সুন্দর চীন’ গড়ার প্রচেষ্টায় এই রচনাগুলোর বিশেষ তাৎপর্য রয়েছে এ সংকলনে।
সূত্র: সিএমজি