Friday, July 11
Shadow

মাটিফাটা জামে মসজিদের অজুখানা নির্মাণে সিদ্দিকুর রহমানের দুই লক্ষ টাকা অনুদান

আনিছ আহমেদ, শেরপুর : শেরপুরের শ্রীবর্দী উপজেলার ১ নং সিঙ্গাবরুনা ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের সদস্য সিদ্দিকুর রহমানের দুই লক্ষ টাকা অনুদানে মাটিফাটা গ্রামের জামে মসজিদের অজুখানা নির্মাণের কাজ প্রায় সম্পূর্ণ।মাটিফাটা গ্রামের মসজিদের অজুখানা না থাকার কারণে নামাজে আসা মসুল্লিদের অজু করা নিয়ে সমস্যার সম্মুখীন হত।দীর্ঘদিনের এই দুর্ভোগ শেষ হতে চলেছে মাটিফাটা গ্রামের সমাজের সর্বস্তরের মানুষের ক্ষদ্র ক্ষুদ্র দান ও ইউপি সদস্য সিদ্দিকুর রহমানের দুই লক্ষ টাকার অনুদানে।অজুখানা নির্মাণ করাই এলাকার মসুল্লিদের নামাজের আগ্রহ বারবে বলে জানান মসজিদের সভাপতি হাফিজুর রহমান।এলাকার তরুণ প্রজন্মের অনেকেই জানান আমরা যতক্ষণ আল্লাহর আদেশ পালন না করব,নামাজের জন্য মসজিদ মূখি না হব,ততক্ষণ পর্যন্ত সমাজের অশান্তি দুর হবে না।অপরাধ কমবে,মুরুব্বিদের অনেকেই বলেন আল্লাহর ভয় ও মসজিদের প্রতি ভালবাসা না থাকার কারণেই,সমাজে চুরি,জুয়া,মাদক, বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত হচ্ছেন তরুণ সমাজ। ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বলেন সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে অগ্রধিকার দিয়ে ধর্মের ইবাদত আমল করার জন্য সকল ধর্মের মানুষকে উৎসাহিত ও আগ্রহ প্রকাশ করার জন্য আমার প্রাণপণ চেষ্টা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *