Tuesday, July 8
Shadow

ডিআইইউতে ‘জলরাজনীতি ও জলবায়ু পরিবর্তন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম, ডিআইইউ: “বাংলাদেশের ভূমিকা, চ্যালেঞ্জ ও কৌশল: ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকায় আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) “জলরাজনীতি ও জলবায়ু পরিবর্তন” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট রুমে অনুষ্ঠিত এ সেমিনারের আয়োজন করে সি এইচ টি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নেটওয়ার্ক, পিপস মহিলা কল্যাণ সংস্থা এবং ডিআইইউ রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেল।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ডিআইইউ বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ড. রমিত আজাদ।

এসময় আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি।

সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা অংশগ্রহণ করেন এবং জল ও জলবায়ু সংশ্লিষ্ট নীতিকৌশল নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *