Monday, July 7
Shadow

নালিতাবাড়ীতে ২৫ দিনের ব্যবধানে আরেকটি হাতির মৃত্যু 

রিয়াদ আহাম্মেদ, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে আবারও একটি বন্য হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। আনুমানিক ১৫-১৬ বছর বয়সী মাদি হাতিটি বিদ্যুৎস্পর্শে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। 

আজ ৫ জুলাই শনিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার দাওধারা-কাটাবাড়ি জঙ্গল থেকে হাতির মরদেহটি উদ্ধার করেন মধুটিলা রেঞ্জের কর্মকর্তারা। বিষয়টি নিশ্চিত করেছেন মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মোঃ দেওয়ান আলী।

এদিকে হাতি মৃত্যুর খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্য হাতির আক্রমণ থেকে ফসল ও ঘরবাড়ি রক্ষার জন্য স্থানীয় বাসিন্দারা বৈদ্যুতিক বাতির সংযোগ দিয়ে সীমান্ত এলাকায় নিরাপত্তাবেষ্টনী তৈরি করেন। এতে হাতির দল আলো দেখে ভয়ে লোকালয় ও ফসলি মাঠে প্রবেশ এড়িয়ে চলে। গতকাল রাতে নাকুগাঁও সীমান্ত হয়ে উত্তর কাটাবাড়ি এলাকায় ঢুকে পড়ে ৮-১০টি হাতির একটি দল। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় একটি হাতি এ ধরনের বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যায়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বন বিভাগ বাদী হয়ে মামলা করবে বলে জানা গেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *